১২ ঘণ্টার ব্যবধানে বরিশালে করোনা উপসর্গে ৩ মৃত্যু

বরিশালে ১২ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে সালমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূে এবং করোনার উপসর্গ নিয়ে ধুলু সরকার (৬৫) ও মো. ইউনুস নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ওই গৃহবধূ, সন্ধ্যায় ৬টায় ধুলু সরকার ও রাত ৮টায় মো. ইউনুস বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।
সালমা গত মঙ্গলবার, ধুলু শুক্রবার দুপুরে ও ইউনুস বৃহস্পতিবার দুপুরে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। ওই গৃহবধূ ও ইউনুসের বাড়ি পটুয়াখালী জেলায়। ধলু সরকার বরিশাল শহরের বাসিন্দা।
শেবাচিম হাপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, ‘জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হলে তাৎক্ষণিক তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রাতে পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। গতকাল বৃহস্পতিবার রাত থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। এছাড়া ধুলু সরকারের ও ইউনুসের শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। এই অবস্থায় গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার দুপুরে তাদেরকে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টা ও রাত ৮টায় তাদের মৃত্যু হয়।’
তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান শেবাচিম হাসপাতালের পরিচালক।