সুনামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লক্ষ্মণশ্রী ইউনিয়নের নীলপুর বাজারের পাশে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত বৃদ্ধার নাম । তিনি লক্ষণশ্রী ইউনিয়নের রাবারবাড়ি গ্রামের মৃত এরশাদ আলীর স্ত্রী।
পুলিশ জানায় আজ সকাল ১০টায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের নীলপুর বাজারে পাশে রাস্তা পার হওয়ার সময় রেজিয়া খাতুনকে (৮০) একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই মোটরসাইকেলের চালক পালিয়ে যান। তবে এলাকাবাসী মোটরসাইকেলটি জব্দ করেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. এজাজুল ইসলাম বলেন, মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলের চালককে আটক করা যায়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।