সিলিং ফ্যান পড়ে কপাল কাটল মুরাদ হাসানের, লাগল তিন সেলাই

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ফাইল ছবি
সিলিং ফ্যান ভেঙে পড়ার ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর এলাকায় নিজ বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) দেবাশীষ রাজবংশী জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমি তাঁর (মুরাদ হাসান) বাড়ি যাই। ফ্যান পড়ে তাঁর কপালের ডানদিকে কেটে যায়। পরে তাঁর কপালে তিনটি সেলাই দেওয়া হয়।’
দেবাশীষ রাজবংশী আরও জানান, মুরাদ হাসানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আঘাত আশঙ্কাজনক নয়। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
সংশ্লিষ্ট সংবাদ: ডা. মুরাদ হাসান
০৬ জানুয়ারি ২০২২
০৬ জানুয়ারি ২০২২
০৬ জানুয়ারি ২০২২
০৬ জানুয়ারি ২০২২
২২ ডিসেম্বর ২০২১