সাহায্যের ধান নিয়ে ফেরার পথে দুই মাদ্রাসাছাত্র নিহত
জয়পুরহাটে মাদ্রাসার জন্য ধান সংগ্রহ করে ফেরার পথে ধানবাহী ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা জিহাদ (১০) ও আব্দুল্লাহ (৯) নামের দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে আরও ছয়জন এখন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি আছে। আজ সোমবার সন্ধ্যার দিকে সদর উপজেলার কেন্দুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসাছাত্র জিহাদ হোসেন জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের সারারপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। অপর নিহত মাদাসাছাত্র আব্দুল্লাহর পূর্ণ পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে অটোভ্যানচালক ছাড়া সবাই জেলার পাঁচবিবি উপজেলার শাইলট্টি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র (শিক্ষার্থী)।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, আজ সন্ধ্যার দিকে জেলার পাঁচবিবি উপজেলার শালট্টি এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার কয়েকজন ছাত্র বিভিন্ন গ্রামে গিয়ে ধান আদায় করে (সাহায্য নিয়ে) অটোভ্যানে পুনরায় মাদ্রাসায় ফিরছিল। পথে তাদের অটোভ্যানটি সদর উপজেলার কেন্দুলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই ভ্যানে থাকা মাদ্রাসাছাত্র জিহাদ ঘটনাস্থলেই নিহত ও সাতজন মাদ্রাসার ছাত্র আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করায়। আহতদের মধ্যে আব্দুল্লাহ নামের এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই আব্দুল্লাহরও মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।