সার কারখানায় গ্যাসের দাম বেড়েছে ২৬০ শতাংশ

সার কারখানায় গ্যাসের দাম বাড়ানো হয়েছে প্রায় ২৬০ শতাংশ। ফাইল ছবি
সার কারখানায় গ্যাসের দাম বাড়ানো হয়েছে প্রায় ২৬০ শতাংশ। রোববার এক সংবাদ সম্মেলনে ঘোষিত গ্যাসের নতুন মূল্যহার ঘোষণার সময় এ কথা জানানো হয়। নতুন মূল্যহার অনুযায়ী সরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আইপিপি ও রেন্টাল খাতে গ্যাসের দাম ৪ দশমিক ৪৫ টাকা থেকে ১২ দশমিক ৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ০২ টাকা।
ক্যাপটিভ পাওয়ার প্লান্টের গ্যাসের দাম ১৩ দশমিক ৮৫ টাকা থেকে ১৫ দশমিক ৫২ শতাংশ বেড়ে ১৬ টাকা, সার কারখানায় গ্যাসের দাম ৪ দশমিক ৪৫ টাকা থেকে ২৫৯ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১৬ টাকা হয়েছে। বৃহৎ ও মাঝারি শিল্প খাতে যথাক্রমে ১১ দশমিক ৯৬ ও ১০ দশমিক ০৯ শতাংশ দাম বেড়েছে। চা শিল্পে দাম ১০ দশমিক ৭০ টাকা থেকে ১১ দশমিক ৫০ শতাংশ বেড়ে ১১ দশমিক ৯৩ টাকা হয়েছে।
এ ছাড়া হোটেল, রেস্তোরাঁহ অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাসের দাম ১৫ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ২৩ টাকা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: গ্যাস
০৭ আগস্ট ২০২২
০৬ আগস্ট ২০২২
২৯ জুলাই ২০২২