সাভারে অস্ত্র ও গুলিসহ ইউপি সদস্য আটক

শুক্রবার রাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তালেবকে অস্ত্র ও গুলিসহ আটক করে র্যাব। ছবি : এনটিভি
ঢাকার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তালেবকে (৪৫) অস্ত্র, গুলি, গুলির খোসা, অস্ত্রের ব্যাগ ও খাঁচাসহ আটক করেছে র্যাব। আটক আবু তালেবের বাড়ি কাউন্দিয়ার সাদারবাড়ি এলাকায়। গতকাল শুক্রবার রাতে সাদারবাড়ি থেকে তাঁকে আটক করে র্যাব-৪।
র্যাব ৪-এর এসপি সাগর দীপা বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় আবু তালেবের বাড়িতে অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র, গুলি ও গুলির খোসাসহ তাঁকে আটক করা হয়।
রাতে সাভার মডেল থানায় মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
র্যাব কর্মকর্তা আরো বলেন, ‘ইউপি সদস্য অবৈধ অস্ত্র দিয়ে এলাকার মানুষকে ভয়ভীতি দেখাচ্ছিলেন অনেক দিন ধরে। তাঁকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।