সাতকানিয়ায় দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার এড়াতে বার বার স্থান পরিবর্তন করেও শেষ রক্ষা হয়নি দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার পাহাড়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মোক্তার আহমদের (৪৫)। প্রযুক্তির সহায়তায় র্যাব-পুলিশ যৌথ অভিযানে গ্রেপ্তার হয় সে। উপজেলার কেরানীহাট থেকে গতকাল সোমবার দিনগত রাত দেড়টায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তাও সাতকানিয়া থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মোক্তার আহমদ সাতকানিয়ার এওচিয়ার ২নং ওয়ার্ডের চূড়ামনির সিকদার পাড়ার বাসিন্দা।
থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, গত ২৭শে অক্টোবর চূড়ামনির পাহাড়ে ১৫ বছর বয়সের কিশোরীকে আটকে রেখে পাঁচ-ছয়জন মিলে ধর্ষণ করে। পরে ওই ঘটনায় আসামিদের গ্রেপ্তারে পুলিশ বেশ কয়েক জায়গায় অভিযান চালায়। কিন্তু প্রধান আসামি মোক্তার বার বার তাঁর অবস্থান পরিবর্তন করায় ধরা যাচ্ছিল না। সবিশেষ সে কেরানীহাটের আশপাশ এলাকায় অবস্থান করছে নিশ্চিত করে র্যাব।
এরপর র্যাব ও পুলিশ মিলে যৌথ অভিযান চালিয়ে সোমবার দিনগত রাত দেড়টার দিকে মোক্তারকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক হান্নান বলেন, ‘মোক্তারকে জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত অন্য আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তার করা হবে।’