শোরে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, দুজন নিহত

যশোর সদর উপজেলার শানতলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার সকাল ৯টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন তানিয়া (২৫) ও হাসান (৩৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা আজ সকাল ৯টার দিকে শানতলায় দাঁড়ায়। এ সময় ঝিনাইদহগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি ছিটকে গিয়ে রাস্তার পাশে একটি গাছে আঘাত করে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তানিয়া ও হাসান মারা যান। আহত হন প্রতীক, নজরুল ও মনোয়ারা নামের তিন যাত্রী। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনাম উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। আহত তিনজনের অবস্থায় গুরুতর। মনোয়ারার মাথায় গুরুতর আঘাত লাগায় তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।