শিশু ধর্ষণের অভিযোগে বাসচালক গ্রেপ্তার

মানিকগঞ্জে এক বাসচালককে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ওই শিশুর মায়ের করা অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার ভুলজয়রা এলাকার ভাড়া বাড়ি থেকে ওই বাসচালককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাসচালকের নাম আবুল হোসেন (৫০)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার বাসিন্দা।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইয়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবুল হোসেন নিজেকে একজন বাসচালক হিসেবে দাবি করছে। যদিও তার ড্রাইভিং লাইসেন্স নাই। আবুল সদর উপজেলার ভুলজয়রা এলাকায় একটি বাসায় ভাড়া থাকে।
এসআই সাইয়েদুর আরো জানান, গত বুধবার বুল হোসেন তার প্রতিবেশী চার বছরের এক শিশুকে কৌশলে ধর্ষণ করে। এরপর ওই শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত। শিশুটির মা লিখিতভাবে থানায় অভিযোগ করেছেন।