রোগীর স্বজনকে মারধর, চিকিৎসকসহ ২ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের ঘটনায় এক চিকিৎসকসহ দুজনের বিরুদ্বে মামলা হয়েছে আদালতে। আজ মঙ্গলবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান মামলাটি গ্রহণ করে পিবিআইকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালতে মামলাটি দায়ের করেন এ ঘটনায় আহত রিয়াজুল ইসলামের স্ত্রী বিবি আয়েশা। মামলায়, চমেক হাসপাতালের অর্থোসার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. মিজানুর রহমান চৌধুরী ও চমেক হাসপাতালের লিফটম্যান রাজুকে আসামি করা হয়েছে।
আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানান, চমেক হাসপাতালে ভর্তি থাকা এক স্বজনকে স্ত্রীসহ দেখতে যাওয়ার সময় নিচতলায় লিফটের দরজায় সস্ত্রীক রিয়াজুল আক্রান্ত হন। এ ঘটনায় চমেক হাসপাতালের চিকিৎসক মিজান ও লিফটম্যান রাজুর হাতে তারা আক্রান্ত হন বলে অভিযোগ করেন আদালতে।
ঘটনার সময় রিয়াজুল স্ত্রীকে নিয়ে লিফটের সাহায্যে ষষ্ঠতলার উঠার চেষ্টা করেছিলেন। লিফটম্যান তাদের লিফটে না তুলে ধাক্কা দেন। হেঁটে উপরে উঠতে বলেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে চিকিৎসক মিজানসহ লিফটম্যান রাজু তাদের উপরে তুলে একটি রুমে আটকিয়ে নির্যাতন চালান। এ সময় অপরাপর লোকজনও তাদের মারধর করে শ্লীলতাহানি করে। মারধরের পর মিথ্যা অভিযোগ দিয়ে রিয়াজুলকে পুলিশের হাতে সোপর্দ করে। গত ৩ জুলাই দুপুরে এ ঘটনার পর থেকে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা শেষে আজ আদালতে মামলাটি করেন এ ঘটনায় আহত রিয়াজুল ইসলামের স্ত্রী বিবি আয়েশা।