রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫ ছিনতাইকারিসহ গ্রেপ্তার ২৮

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারিসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় এসব ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার ৬৩০ পিস ইয়াবা, তিন কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১৭ গ্রাম ১১ পুরিয়া হেরোইন এবং এক হাজার ১২৮ ক্যান বিয়ার উদ্ধার করে জব্দ করা হয়।
ডিএমপি’র নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা করা হয়েছে।
এদিকে, বিপুল টাকা, মূল্যবান জিনিসপত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও ডিবির বিশেষ টিম ছিনতাই প্রতিরোধে কাজ করছে। এরই অংশ হিসেবে রাজধানীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার ছিনতাই প্রতিরোধে কথা বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঈদের ছুটিতে রাজধানীর রাতের নিরাপত্তায় অতিরিক্ত ২৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া চুরি-ছিনতাই প্রতিরোধে ডিএমপির ৫০০ টিম কাজ করবে।