যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

প্রতীকী ছবি।
গ্যাস লাইন ও সার্ভিস গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য আজ বৃহস্পতিবার চার ঘণ্টা নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট চার ঘণ্টা তারাবো হতে আড়াই হাজার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
সংশ্লিষ্ট সংবাদ: গ্যাস
০৭ আগস্ট ২০২২
০৬ আগস্ট ২০২২
২৯ জুলাই ২০২২