মৌলভীবাজারে করোনায় একজনের মৃত্যু

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। ছবি : এনটিভি
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন মনছব আলী (৬৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় সাড় ৭টার দিকে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মনছব আলী ঢাকার একটি হাসপাতালে কিডনি ও ডায়াবেটিস রোগের চিকিৎসাধীন ছিলেন। ওই সময়ে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পাঠালে পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে।