মিডিয়া অ্যাসোসিয়েশন ধনবাড়ীর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রবিউল আলম শাহীনকে (টিএনএন) সভাপতি ও জাহিদ হাসান সুমনকে (এনটিভি) সাধারণ সম্পাদক করে ‘ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ধনবাড়ীর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর একাত্তর টিভির কনফারেন্স রুমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সহসভাপতি মনোনীত হয়েছেন শামীম রহমান (নিউজ লাইন বিডি), যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এনামুল মাজিদ রিপন (আরটিভি) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুর রউফ সংগ্রাম (৭১ টিভি)।
কমিটিতে সাইফুল ইসলাম সুজন (নিউজ লাইন বিডি) দপ্তর সম্পাদক, হুমায়ুন কবির (৭১ টিভি) উপদপ্তর সম্পাদক, মো. ইউনুস (দৈনিক বাংলাদেশের খবর) প্রচার সম্পাদক, বাঁধন আহম্মেদ (ফাকা বাক্স) উপপ্রচার সম্পাদক, নূর-নবী শেখ (নিউজ টাঙ্গাইল) প্রকাশনা সম্পাদক, হাফিজুর রহমান (মাইটিভি) উপপ্রকাশনা সম্পাদক, মো. জহিরুল ইসলাম মিলন (বাংলাদেশ পোস্ট) ক্রীড়া সম্পাদক, সাজ্জাতুল ইয়াকিন (টিএনএন) উপক্রীড়া সম্পাদক, চপল মাহমুদ (আমাদের সময়) সংস্কৃতি সম্পাদক, শরিফুজ্জামান মানিক (এমএসটিভি) উপসংস্কৃতি সম্পাদক, রমজান আলী (সাপ্তাহিক পূর্বাকাশ) তথ্যচিত্র সম্পাদক, সৈয়দ সাজন আহমেদ রাজু (এসটিভি) উপতথ্যচিত্র সম্পাদক ও সঞ্জিব ভদ্র চন্দন বৈদেশিক সম্পর্ক সম্পাদক, কুয়েতের দায়িত্ব পেয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মুকাদ্দেম বাবু (এটিএন), আরিফুল ইসলাম রনি (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম), আনছার আলী (দৈনিক সমকাল), মো. শহিদুল্লাহ (দৈনিক আমাদের নতুন সময়), সাইদুর রহমান বাবু (৭১ টিভি) ও সোলায়মান হোসেন (নিউজলাইনবিডি)।

কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আবু মো. মুফাজ্জল (নিউ নেশন), খন্দকার আলমগীর (মাত্রা), আবু মো. মাছানী (দি ইনডিপেনডেন্ট), সৈয়দ আহসান আপন (এক্সপ্রেশন), স ম জাহাঙ্গীর আলম (সাপ্তাহিক ত্রি মোহনার ঢেউ), আব্দুল্লাহ আবু এহসান (দৈনিক আমাদের সময়) ও জীবন মাহমুদ শক্তি (আজকের জামালপুর)।
এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর ‘ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ধনবাড়ী’ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তখন পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সংগঠনের প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত ওই কমিটির তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা ছিল। সেই কমিটিতে আহ্বায়ক ছিলেন মুকাদ্দেম বাবু (এটিএন বাংলা), সদস্য সচিবের দায়িত্বে ছিলেন জাহিদ হাসান সুমন (এনটিভি)।
পাঁচ সদস্যের কমিটিতে সদস্য পদে ছিলেন এনামুল মজিদ রিপন (আরটিভি), আব্দুর রউফ সংগ্রাম (একাত্তর টিভি) ও রবিউল আলম শাহিন (টিএনএন)।
এরই মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রকাশ করা হয়েছে। দুই অনুচ্ছদের এই গঠনতন্ত্রের প্রথম অনুচ্ছদে তিনটি ধারায় সংগঠন পরিচিতি ও দ্বিতীয় অনুচ্ছদে পাঁচটি ধারায় সংগঠনের আদর্শ, উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে।
সারা বিশ্বে জাতীয় দৈনিক সংবাদপত্র, অনলাইন মিডিয়া, আন্তর্জাতিক বার্তা সংস্থা, আঞ্চলিক, দেশি-বিদেশি সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া তথা টেলিভিশন, রেডিও, অডিও সংস্থা, আইপি টিভি, ইউটিউব, বিজ্ঞাপনী সংস্থা, ওয়েব নিউজ লিংক, চলচ্চিত্রে সার্বক্ষণিক পেশাদার হিসেবে কর্মরত ধনবাড়ীবাসীদের নিয়ে এই সংগঠন গঠিত হয়েছে। সংগঠনের স্থায়ী কার্যালয় রাজধানী ঢাকায়। এ ছাড়া আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৃথিবীর যেকোনো স্থানে শাখা করা যাবে।
সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য হচ্ছে ক. পেশাদারত্ব, দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি ও স্বার্থ রক্ষা; খ. বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ মিডিয়াকর্মীর বিকাশ; গ. সংগঠনের সদস্যদের জন্য কল্যাণমূলক কর্মসূচি ও পদক্ষেপ; ঘ. সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সাংস্কৃতিক মান উন্নয়ন এবং ঙ. প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার মিডিয়াকর্মী তৈরি করা।