মাস্টার আবুল হোসেন প্রত্যন্ত অঞ্চলের ‘আলোকবর্তিকা’

সুনামগঞ্জের ছাতকের সমাজসেবী, শিক্ষানুরাগী, সালিশ ব্যক্তিত্ব ও হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আবুল হোসেনের মৃত্যুতে ও তাঁর মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শোক সভায় বক্তারা বলেন, মাস্টার আবুল হোসেন তাঁর কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও এমপিওভুক্তসহ এ পর্যন্ত আসার পেছনে অন্যতম ভূমিকা তিনি রেখেছেন। যা ভাটি অঞ্চলের অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়িয়েছে। তিনি আলোকবর্তিকা হিসেবে এ প্রতিষ্ঠান গড়া ছাড়াও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁকে এলাকার মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আবদুল গনি। বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাক আহমদ, সহকারী প্রধান শিক্ষক মো. মিসবাহ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য মাস্টার নুরুল ইসলাম, চরমহল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুজ্জামান, সৈয়দ ওয়াসিহ উল্লাহ মাদ্রাসার সুপার মাওলানা নজমুল হক নসীব, টেটিয়ারচর গ্রামের হাফিজ আমির হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. খায়রুল হুদা, সদস্য আলী আহমদ, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, এনটিভির সিলেট প্রতিনিধি ও মরহুম আবুল হোসেনের ছেলে মারুফ আহমেদ।

শেষে মরহুমের রুহের মাগফেরাত ও তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ৫ আগস্ট সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন আবুল হোসেন।