মাগুরায় ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত

মাগুরার জুনারী এলাকায় ট্রাকের চাপায় মা-মেয়ের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি
মাগুরার জুনারী এলাকায় শালিখা-বুনাগাতী সড়কে আজ সোমবার ট্রাকের চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে শালিখা উপজেলার পুলুম গ্রামের ইবাদত ইসলামের স্ত্রী শরিফা খাতুন (৩০) ও আট মাসের শিশু কন্যা খাদিজা।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, শরিফা খাতুন তার শিশু মেয়ে নিয়ে আজ বেলা ১১টার দিকে অটোরিকশায় করে উপজেলা পরিষদে একটি প্রশিক্ষণে যাচ্ছিলেন। পথে জুনারী এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হয়। ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা
১৩ আগস্ট ২০২২