মন্ত্রিসভায় রদবদল, শ ম রেজাউল করিম মৎস্য ও প্রাণিসম্পদে

শ ম রেজাউল করিম, আশরাফ আলী খান খসরু ও শরীফ আহমেদ। ছবি : সংগৃহীত
সরকারের তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সরিয়ে অ্যাডভোকেট শ ম রেজাউল করিমকে মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ আজ বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬-এর রুল ৩(৪) অনুযায়ী উপরোক্ত তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর রদবদল করেন।
অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
