ভৈরবে কৃতী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ
কিশোরগঞ্জের ভৈরবে কৃতী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করেছে উপজেলা পরিসংখ্যান কার্যালয়। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের বঙ্গবন্ধু হলরুমে এই ট্যাবলেট বিতরণ করা হয়।
উপজেলার ১৯টি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ১১৪ কৃতী শিক্ষার্থীর হাতে এই ট্যাবলেট উপহার হিসেবে তুলে দেওয়া হয়। ২০২১ সালের জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ক্রয় করা ট্যাবলেটগুলোর মধ্যে প্রয়োজনের অতিরিক্তগুলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে বিতরণ করা হয়।
এ উপলক্ষে আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের বঙ্গবন্ধু হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীদের চিকিৎসক-প্রকৌশলী হওয়ার প্রচেষ্টার মতোই ‘প্রকৃত মানুষ’ হওয়ার প্রচেষ্টা চালাতে হবে। চিকিৎসক-প্রকৌশলী হতে হলে প্রতিযোগিতা করতে হয়। কিন্তু ‘সত্যিকারে মানুষ’ হতে হলে কারও সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না। নিজের ইচ্ছেশক্তিই যথেষ্ট। বর্তমান সমাজে চিকিৎসক, প্রকৌশলী, আমলার অভাব না হলেও, সত্যিকারের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষের অভাব রয়েছে। তাই আমরা চাই তোমরা আমাদের আগামীর কর্ণধার হিসেবে মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠ। প্রকৃত মানুষদের অনেক গুলাবলির মধ্যে মিথ্যে পরিহার করা একটি অন্যতম গুণ। তাই তোমাদের মিথ্যা পরিহার করতে হবে। মনে রাখবে, মিথ্যা সব পাপের মূল। আর একটা মিথ্যাকে আড়াল করতে ১০টা মিথ্যা বলতে হয়। মা-বাবাসহ শিক্ষক-গুরুজনদের সম্মান করা। নীতি-নৈতিকতাকে আকড়ে ধরা। মানুষের প্রতি ভালোবাসা দেখানো। সব অন্যায় কাজ থেকে নিজেকে মুক্ত রেখে মানবিকতাকে ধারণ করা প্রকৃত মানুষের কাজ। তোমরা তাই করবে।”
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আকলিমা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আফজাল হোসেন মোল্লা প্রমুখ।