ভিডিওকলের মাধ্যমে করোনার চিকিৎসা দিচ্ছে ওলওয়েল
ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাসের চিকিৎসা সেবা ও পরামর্শ দিচ্ছেন ওলওয়েল গ্রুপ। করোনা আক্রান্ত রোগীদের বাসায় গিয়ে সেবা দেওয়া এই মুহূর্তে ঝুঁকি বিধায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবা দিয়ে যাচ্ছেন।
জানা যায়, হটলাইনের মাধ্যমে ওলওয়েল গ্রুপের অভিজ্ঞ চিকিৎসক রোগীদের পরামর্শ দিচ্ছেন। করোনাভাইরাস ছাড়া অন্য যেকোনো রোগেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তাদের হটলাইন নম্বরে কল করলেই নিমেষেই ওলওয়েল গ্রুপের অভিজ্ঞ চিকিৎসক পৌঁছে যান বাসায়। চিকিৎসাসেবায় দেশে এরইমধ্যে ওলওয়েল গ্রুপ সুনাম কুঁড়িয়েছে।
জানা যায়, ওলওয়েল গ্রুপের চিকিৎসকরা রোগীর সঙ্গে ফোনে ও ভিডিওকলের মাধ্যমে কথা বলে সন্দেহভাজন বা করোনা আক্রান্ত রোগীকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তাদের হললাইন নম্বর হলো-০৯৬৬৬৭৬৬০০০।
এ ছাড়া ওলওয়েল গ্রুপ যেকোনো রোগীর মেডিকেল রিপোর্ট, রোগীর বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া, অ্যাম্বুলেন্স ঠিক করে দেওয়ারও সেবা দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ওলওয়েল গ্রুপের হেড অব মেডিকেল অফিসার ডা. সালেহ উদ্দিন মাহবুব তুষার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা মূলত শিশু থেকে বয়স্ক সব বয়সের সব রোগের চিকিৎসা দিয়ে থাকি। আমাদের সেবা কার্যক্রমের নিয়ম হলো কারো কোনো অসুস্থতা দেখা দিলে তিনি আমাদের হটলাইনে ফোন দেন। কল সেন্টার থেকে তাঁর কথা শুনে সেই বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক রোগী বা স্বজনের সঙ্গে কথা বলেন। পরে রাজধানীর ভেতরে আমাদের চিকিৎসক মাত্র ৪০ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে রোগীর বাসায় চলে যান। গত বছর ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমরা এ সেবা বৃদ্ধি করেছি। ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন আমাদের সহযোগিতা করেছে।
কিন্তু করোনাভাইরাসের ক্ষেত্রে সমস্যা হলো বাসায় গিয়ে চিকিৎসক সেবা দিলে ওই চিকিৎসক আর অন্য বাসায় যেতে পারেন না। কারণ তাঁকে ১৪ দিন কোয়ারিন্টেনে থাকতে হয়। এ কারণে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের কোম্পানিতে স্বনামধন্য চিকিৎসকরা রয়েছেন। সুনামের সহিত আমাদের কোম্পানি সেবা দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফতাব হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের দেশে কেউ অসুস্থ্ হলে কোন চিকিৎসক দেখাবেন, কোথায় দেখাবেন- এ নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকেন। আমরা বুয়েটের ছয়জন প্রকৌশলী এবং দুজন অভিজ্ঞ চিকিৎসক মিলে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এই চিকিৎসাসেবা দেওয়া শুরু করি। স্বাস্থ্য খাতে দেশের উন্নতি করাই আমাদের লক্ষ্য।