বেনাপোলে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোলে ছোট আঁচড়া গ্রামে পোর্ট থানার নির্মাণাধীন নতুন ভবনের পাশ থেকে হান্নান মৃধা (৩৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
মরদেহের প্যান্টের পকেটে আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী হান্নান মৃধা চাঁদপুর জেলা সদরের বিষ্ণুদী গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।
স্থানীয়রা জানায়, ছোট আঁচড়া গ্রামের বেনাপোল পোর্ট থানার নির্মাণাধীন নতুন ভবনের পাশে গাছে অর্ধ ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: ঝুলন্ত লাশ
২৩ মার্চ ২০২২
০৭ মার্চ ২০২২
২৭ জানুয়ারি ২০২২
১৩ জানুয়ারি ২০২২
২২ ডিসেম্বর ২০২১