বীর মুক্তিযোদ্ধার তালিকায় খন্দকার মোশতাকের নাম

বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নামের প্রথম তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম পর্যায়ে এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধা এবং ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই তালিকা প্রকাশ করেন।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান, খন্দকার মোশতাক আহমেদর নামসহ অনেকেই এই মুক্তিযোদ্ধা তালিকায় আছেন। তাঁরা মুক্তিযুদ্ধ করেছেন। কিন্তু অপকর্মসহ যেমন- বঙ্গবন্ধুর খুনের সহযোগিতা ও খুনি হিসেবে তাঁদের নামের পাশে তাঁদের কর্ম উল্লেখ থাকবে।’
মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে এটি যার যার অর্জন। সেটা কেউ বাতিল করতে পারবে না। তবে তাঁদের খেতাব বাতিলের বিষয়ে একটি কমিটি হয়েছে। খেতাবটা একটা সম্মান। সেটি যেকোনো সরকার সম্মান দিতে পারেন, আবার চাইলে যেকোনো অপরাধের জন্য ফিরিয়ে নিতে পারেন।’
তালিকায় ঢাকা বিভাগের বীর মুক্তিযোদ্ধার সংখ্যা সবচেয়ে বেশি ৩৭ হাজার ৩৮৭ জন। চট্টগ্রাম বিভাগে ৩০ হাজার ৫৩ জন, বরিশাল বিভাগে ১২ হাজার ৫৬৩ জন, খুলনা বিভাগে ১৭ হাজার ৬৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৫৮৮ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ৮৯৯ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ১৫৮ জন, সিলেট বিভাগে ১০ হাজার ২৬৪ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।
প্রকাশিত এই তালিকা আজকেই (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, আরও যাচাই-বাছাই এবং আপিল শুনানি শেষে ৩০ জুন ২০২১ এর মধ্যে যাচাই-বাছাইধীন বীর মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং শহীদ বুদ্ধিজীবীর তালিকা পরের ধাপ ৩০ জুন প্রকাশ করা হবে।