বীমা খাতকে ডিজিটালাইজড করার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জাতীয় বীমা দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
বীমাকারী এবং বীমা কোম্পানি—উভয়ের কল্যাণে পুরো বীমা খাতকে ডিজিটালাইজড করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বীমা দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ব্রডব্যান্ড দিয়ে দিয়েছি, অনলাইন এখন চালু, মোবাইল ফোন এখন সবার হাতে হাতে। আমরা ফোরজি চালু করেছি, সে ক্ষেত্রে বীমার ব্যবস্থাটা আমাদের প্রযুক্তিনির্ভরই করতে হবে। অর্থাৎ বীমার দাবি নিষ্পত্তি এবং বীমার সেবা সহজীকরণ করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার অপরিহার্য। এটা করলে দুর্নীতি দূর হবে। অল্প সময়ের মধ্যে মানুষ উপকার পাবে।’
এই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে যাঁরা বীমা চালান, তাঁরাও কাজ বেশি পাবেন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।