বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করায় ৭৬৫ যাত্রীকে জরিমানা

বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে ৭৬৫ যাত্রীকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে থামা বিভিন্ন আন্তনগর ট্রেনের ওই যাত্রীদের মোট এক লাখ ৫৬ হাজার ৮২৫ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. মিজানুর রহমান।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার এ কে এম কামরুজ্জামান জানান, গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভৈরব রেলওয়ে জংশন স্টেশন হয়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালী, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ রেলপথে চলাচলকারী বিভিন্ন আন্তনগর ট্রেনে অভিযান চালিয়ে ৭৬৫ জন বিনা টিকেটের যাত্রীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন পরিমাণে ওই অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার এ কে এম কামরুজ্জামানসহ চারজন পরিদর্শক, ৩০ জন টিকেট চেকারসহ রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন।