বিদ্যুৎস্পৃষ্টে রাজধানীর পল্লবীতে একজন নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি। ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীর বাউনিয়া হাজী মার্কেটের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলমগীর হোসেন (৩০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
বাচ্চু মিয়া বলেন, ‘পল্লবীর বাউনিয়া হাজী মার্কেটের পাশে গ্লান্ড মেশিন দিয়ে রড কাটার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
বাচ্চু মিয়া জানান, নিহত আলমগীর পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি মৃত জয়নাল আবেদীনের ছেলে।
বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
সংশ্লিষ্ট সংবাদ: নিহত
১৫ জুন ২০২২
০৯ জুন ২০২২
০৮ জুন ২০২২
০৮ জুন ২০২২
০৭ জুন ২০২২