বাড়ি দখল : কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান-মেম্বার সাময়িক বরখাস্ত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুর রহমান ও চার নম্বর ওয়ার্ডের মেম্বার শহীদুল হক উজ্জ্বলকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়ে গতকাল বুধবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমীন প্রধানের সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান।
ইউএনও বলেন, ‘গত ২১ জুন উপজেলার চান্দপুর ইউনিয়নের মঞ্জিলেরকান্দা গ্রামের আনোয়ার আলী ভূঁইয়ার বাড়িঘর ভেঙে লুটপাট ও দখলের অভিযোগ ওঠে চেয়ারম্যান মাহফুজুর রহমান ও চার নম্বর ওয়ার্ডের মেম্বার উজ্জ্বলের বিরুদ্ধে। ১০ আগস্ট ভুক্তভোগী আনোয়ার বাদী হয়ে ১৩ জনকে আসামি করে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন।’
ইউএনও খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, ‘গত ১১ সেপ্টেম্বর চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ নয় জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ম্যাজিস্ট্রেট মেহনাজ আফরোজা জামিন না দিয়ে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এখন তাঁরা জামিনে আছেন।’
ইউএনও বলেন, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী কিশোরগঞ্জের জেলা প্রশাসক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করেছিলেন।’
এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়, ‘ওই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা আমলে নেওয়ায় তাঁদের পক্ষে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন সমীচীন নয় বলে সরকার মনে করে।’