বান্দরবানে ‘আগ্নেয়াস্ত্রসহ চার রোহিঙ্গা’ আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্যে অভিযান চালিয়ে চার রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আটটি অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করছে র্যাব।
আজ শুক্রবার ভোররাতে উপজেলার ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে ওই রোহিঙ্গাদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র্যাব। এ সময় তাদের আটক করা হয়। একই সঙ্গে মাটির নিচ থেকে আটটি অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি র্যাবের।
তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি র্যাব।
কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলছেন, সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার রোহিঙ্গা আটকসহ মাটিতে পুতে রাখা দুটি বিদেশি পিস্তল, ছয়টি দেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
১৮ ডিসেম্বর ২০২২
০৮ ডিসেম্বর ২০২২
০৩ ডিসেম্বর ২০২২
২৮ নভেম্বর ২০২২
১১ নভেম্বর ২০২২
০৯ নভেম্বর ২০২২
১৮ সেপ্টেম্বর ২০২২
১৮ সেপ্টেম্বর ২০২২