বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে সাবেক ছাত্রদলনেতা নিহত

বাগেরহাট দুর্বৃত্তের গুলিতে নিহত নুরে আলম তানু ভূঁইয়া। ছবি : সংগৃহীত
বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভূঁইয়া (৩৭) নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরে আলম তানু ভূঁইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভূঁইয়ার ছেলে। তিনি বাগেরহাট জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
তানুর বড় ভাই আবুল কাশেম সেলিম ভূঁইয়া বলেন, ‘আমার ভাইকে ওরা গুলি করে মেরে ফেলেছে।’
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ‘তানু ভূঁইয়া নামের এক ব্যক্তি অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে।’
সংশ্লিষ্ট সংবাদ: নিহত
২৬ জানুয়ারি ২০২৩
১০ জানুয়ারি ২০২৩
০৮ জানুয়ারি ২০২৩