বাংলাদেশে আরসা নেই : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কোনো উপস্থিতি নেই। আমরা বাংলাদেশে আরসা দেখিনি।
আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর আসন্ন মালদ্বীপ সফরের বিষয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছি। এখন তাদের আমাদের এখানে অবাধ চলাচলেল সুযোগ দেওয়া উচিত নয়। বিদেশি সংস্থাগুলো যদি রোহিঙ্গাদের উন্নত জীবন দিতে চায়, তাহলে তাদেরকে নিয়ে যাক।’
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার জন্য আমরা কাজ করছি। আশা করছি, শিগগিরই প্রত্যাবাসন শুরু হবে।
বাংলাদেশের সমুদ্র উপকূলের শরণার্থী শিবিরগুলোতে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা নাগরিক বসবাস করছে। শিবিরের আধিপত্য নিয়ে সেখানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে। খুন-খারাপির ঘটনাও ঘটছে নিয়মিত।
আরসা রোহিঙ্গাদের একটি সশস্ত্র সংগঠনের নাম; যাদের বিরুদ্ধে এ ধরনের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।