বগুড়া ও লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় পাচ্ছে

বগুড়া ও লক্ষ্মীপুর জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এ দুই জেলায় দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের তথ্য জানান।
সচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২০’ এবং ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২০’ নামে দুটি আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করে। এ দুটি পৃথক আইনের মাধ্যমে লক্ষ্মীপুর ও বগুড়ায় দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়। আইন দুটির ওপর ব্যাপক আলোচনা ও পর্যালোচনা শেষে এগুলো নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।
এ দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য সম্পর্কে আইন দুটির বিভিন্ন ধারা উল্লেখ করে সচিব বলেন, সরকার দেশে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকাশে কাজ করছে।
সচিব বলেন, আইনের খসড়া দুটি একই ধরনের। প্রতিটি খসড়ায় ৫৫টি ধারা রয়েছে। সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও সংজ্ঞা ছাড়াও গুরুত্বপূর্ণ ধারাগুলোর মধ্যে ৯ ধারায় রয়েছে আচার্য, ১০ থেকে ১১ ধারায় উপাচার্য, ১২ ধারায় উপ-উপাচার্য, ১৩ ধারায় কোষাধ্যক্ষ, ১৮ থেকে ২০ ধারায় সিন্ডিকেট, ২১ থেকে ২২ ধারায় একাডেমিক কাউন্সিল, ২৯ থেকে ৩০ ধারায় অর্থ কমিটি সম্পর্কিত বিধান আছে।’
সচিব আরো বলেন, এ ছাড়া আজকের মন্ত্রিসভায় ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন-২০২০’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ আইনের অধীনে ডে-কেয়ার সেন্টার বা শিশু দিবাযত্ন কেন্দ্র খোলার বিধানের কথা বলা হয়েছে। সরকারি ও বেসরকারি উভয় পদ্ধতিতেই এ কেন্দ্র খোলার বিধান থাকছে আইনে। যারা শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র খুলতে চান, তাদের আইন মেনে তা খুলতে হবে।