প্রত্যেক বিভাগে একটি করে মেরিন একাডেমি চালু হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার ইচ্ছা আছে, আমাদের প্রত্যেক বিভাগে একটি করে মেরিন একাডেমি চালু হবে। সেখানে আমাদের ছেলে-মেয়েরা শুধু প্রশিক্ষিতই হবে না, দেশে-বিদেশে তাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমাদের বেকারত্বের সমস্যা দূর হবে।’
বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের ৫৬তম ব্যাচের ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে আজ রোববার ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব অর্থনীতিকে গতিশীল রাখতে মেরিন একাডেমির ক্যাডেটদের ভূমিকা অপরিসীম। জীবন ধারণের জন্য খাদ্য, জীবন রক্ষাকারী ওষুধ সামগ্রী, শিল্পায়নের জন্য যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় পণ্য পরিবহণ বিঘ্নিত হলে গোটা বিশ্বই স্থবির হয়ে যাবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাংলাদেশ মেরিন একাডেমির প্রায় পাঁচ হাজার প্রশিক্ষিত ক্যাডেটদের। তাঁরা সংশ্লিষ্ট ক্ষেত্রে সেবা প্রদানের মাধ্যমে প্রতি বছর আমাদের অর্থনীতিতে প্রায় ২৩০ মিনিয়ন মার্কিন ডলার যুক্ত করে থাকে। তাঁরা প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।’
প্রধানমন্ত্রী ক্যাডেটদের উদ্দেশে বলেন, ‘কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার সঙ্গে সবসময় কাজ করবে। এর ফলে নিজেরও যেমন ভালো লাগবে, দেশের মান বজায় থাকবে এবং দেশ আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে।’