পাতাল রেলের উদ্বোধন : বাংলায় বক্তব্য দিলেন জাইকা কর্মকর্তা ইচিগুচি
পাতাল রেল উদ্বোধনী অনুষ্ঠানে বাংলায় বক্তব্য দিয়েছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ কার্যালয়ের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তমুহিদে।
আজ বৃহস্পতিবার (২ ফ্রেব্রুয়ারি) পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করেন। পরে বক্তব্য দেন ইচিগুচি।
ইচিগুচি তমুহিদে বলেছেন, ‘শুভ সকাল, এখানে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আজ বাংলাদেশের জন্য একটি স্মরণীয় দিন। আজই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ প্রথম পাতাল রেলের যুগে প্রবেশ করল।’
ইচিগুচি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।’
পরে জাইকা কর্মকর্তা ইচিগুচি ইংরেজিতে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আজ পাতাল রেলের এই উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশের জন্য আরকেটি ঐতিহাসিক দিন, একই সঙ্গে বাংলাদেশ-জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যও।’