পরী মণিকে দেখতে আদালতে ভিড়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরী মণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত এ আদেশ দেন।
আজ দুপুর দেড়টায় পরী মণিকে আদালতের নিচতলার গারদখানা থেকে লিফটে করে ষষ্ঠতলায় এজলাসে তোলা হয়। লিফটে তোলার সময় উৎসুক মানুষ পরী মণির ছবি মোবাইলে তুলতে থাকেন। এ সময় তিনি তাদের উদ্দেশে বলেন, ‘আমাকে ফাঁসানো হচ্ছে, আর আপনারা হাসছেন?’
এরপরে পরী মণিকে আদালতের এজলাসের তোলা হলে, তাঁকে এক নজর দেখার জন্য ভিড় জমান ঢাকার আদালতের কর্মরত স্টাফ ও আইজীবীরা। এ ছাড়া অনেক আইনজীবী প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের আদালতের এজলাসে প্রবেশ করতে দেয়নি।
এর আগে চলচ্চিত্র প্রযোজক মো. নজরুল ইসলাম রাজ ও তাঁর ব্যবস্থাপক সবুজ আলীকে মাদক মামলায় দুই দিন ও পর্নোগ্রাফির মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। উভয় মামলায় তাঁদের মোট ছয়দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
দুপুর সোয়া ১২টার দিকে চিত্রনায়িকা পরী মণিসহ সবাইকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়।
গত ৪ আগস্ট রাজধানী বনানীর দুটি বাসা থেকে পরী মণি, রাজসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব।