নীলফামারীতে ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা
নীলফামারীর সৈয়দপুরে অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের শেরেবাংলা সড়কের একটি ও নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকার দুটি সেমাই কারখানা ও কামারাপুকুরে হলুদ ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, কেমিক্যাল দিয়ে হলুদ তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে এই জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক দণ্ডিত ব্যক্তিরা পরিশোধ করেন বলে জানান তিনি।