নিপাহ ভাইরাসে ৫ জন মারা গেছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের ফাইল ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নিপাহ ভাইরাসে এখন পর্যন্ত আটজন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে পাঁচজন মারা গেছে।
আজ রোববার (২৯ জানুয়ারি) সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে রোগী এসেছে আটজন। এরমধ্যে পাঁচজন মারা গেছেন। এই ভাইরাসে ৭০ শতাংশ আক্রান্তের মৃত্যু হয়। কাঁচা রস, পাখি খাওয়া ফল খেলে এই রোগ হয়। বাদুড় এই ভাইরাস বহন করে। বাদুড়ের পান করা খেজুরের রস মানুষ পান করলে এই ভাইরাসে আক্রান্ত হয়। অসুস্থ মানুষের সংস্পর্শে আসলে দ্রুত ছড়ায়। তখন মাল্টিপল সংক্রমণ হয়।‘
সবাইকে এ ভাইরাসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন জাহিদ মালেক।
সংশ্লিষ্ট সংবাদ: জাহিদ মালেক
০১ এপ্রিল ২০২৩
৩০ মার্চ ২০২৩