নিউ মার্কেটকাণ্ড : নাহিদকে কোপানো হেলমেটধারী শনাক্ত

রাজধানীর নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী ও দোকানি-ব্যবসায়ীদের সংঘর্ষের মধ্যে নাহিদ হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। গণমাধ্যমে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, ধারালো অস্ত্র দিয়ে নাহিদকে একজন কোপাচ্ছে। যে কোপাচ্ছিল, তার পরিচয় শনাক্ত করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁর নাম বাশার ইমন।
বাশার ইমন ঢাকা কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের আবাসিক ছাত্র ইমন ক্যম্পাসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর খোঁজে গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঢাকা কলেজে অভিযান চালায়। তবে, তাঁকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ডিবির পক্ষ থেকে এসব তথ্য থেকে জানা গেছে। তবে, ডিবি আপাতত ঘটা করে কারও নাম প্রকাশ করার পক্ষে নয়। ডিবির দাবি—এতে আসামিরা সুবিধা পেতে পারে। তবে, সব আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশের একাধিক ইউনিট।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেছেন, ‘আমরা অস্ত্রধারী কয়েক জনকে শনাক্ত করেছি।’
সংঘর্ষের সময় হাতে ধারালো অস্ত্র হাতে থাকতে দেখা গেছে, এমন ছয় জনকে শনাক্ত করার তথ্য জানা গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় ধারালো অস্ত্রধারী ছয় জনকে শনাক্ত করা হয়েছে। আমরা এ ঘটনা নিয়ে বিস্তারিত কাজ করার চেষ্টা করছি। ঢাকা কলেজের ছাত্রনেতাদের সঙ্গে কথা বলছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখছি। সব মিলিয়ে সংঘর্ষ, ভাঙচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত, তাদের শনাক্ত করে গ্রেপ্তারে আমরা কাজ করছি।’