নারায়ণগঞ্জে ভবন ধস : দুদিন পর আরেক শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে দুদিন আগে নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় ভেতরে আটকে পড়া শিশু ইফতেখার আহমেদ ওয়াজিদের লাশ মঙ্গলবার দুপুরে উদ্ধার করা হয়েছে। নিহত ওয়াজেদ ওই এলাকার মোহাম্মদ রুবেলের ছেলে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে ভবনটিতে আটকে পড়ার ৪৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভেতর থেকে ওয়াহিদের লাশ তারা উদ্ধার করেন।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের উপস্থিতিতে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর মধ্য দিয়ে ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে।
গত রোববার বিকেল সোয়া ৪টার দিকে বাবুরাইলের মুন্সিবাড়ি এলাকার এইচএম ম্যানশন নামে চারতলা ভবনটি পাশের খালে ধসে পড়ে। এতে শোয়েব (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্র মারা যায়। আহত হয় আরো সাতজন।
বিল্ডিং কোড অনুসরণ না করেই দুই বছর আগে একটি খালের ওপর ভবনটি নির্মাণ করা হয় বলে স্থানীয়রা জানায়। বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।