নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে কুমুদিনী পাটের গুদামে আগুন। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জ সদর উপজেলার খাঁনপুর এলাকায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পাটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শনিবার বেলা সোয়া ১১টায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, ওই গুদামে ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সের কাঁচা পাট মজুত ছিল। সেখানে শ্রমিকেরা কাঁচা পাট প্যাকেজিং করতেন।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানির ৬ নম্বর গুদামের শাখায় হঠাৎ আগুন দেখে চিৎকার করে দ্রুত বেরিয়ে যায় শ্রমিকেরা। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুনে গুদামের ভেতরে থাকা কাঁচা পাট পুড়ে গেছে। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
‘আগুনের সূত্র জানা যায়নি’ উল্লেখ করে আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘তদন্ত কমিটি করা হচ্ছে। সে কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে।’
২৫ নভেম্বর ২০২২
১৯ নভেম্বর ২০২২
১৯ নভেম্বর ২০২২
১২ নভেম্বর ২০২২
০৪ নভেম্বর ২০২২
২৮ অক্টোবর ২০২২
২৭ অক্টোবর ২০২২
২৬ অক্টোবর ২০২২
২৫ অক্টোবর ২০২২
২৩ অক্টোবর ২০২২