নওগাঁয় পথচারীকে বাঁচাতে গিয়ে চালকসহ নিহত ২
নওগাঁর পত্নীতলা উপজেলার বালুঘা এলাকায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলচালক ও এক আরোহী নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পত্নীতলা-সাপাহার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী রাকিব হাসান (১৬) গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে; স্থানান্তর করা হয়েছে।
নিহতরা হলেন উপজেলার গোডাউনপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মোটরসাইকেলচালক ফরহাদ হোসেন (১৮) এবং পিছলডাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে আরোহী রেজুয়ান হোসেন (১৭)।
স্থানীয়রা জানায়, আজ সন্ধ্যায় একটি মোটরসাইকেলযোগে তিনজন পত্নীতলা থেকে সাপাহার উপজেলার দিকে যাচ্ছিল। পথে বালুঘা নামক স্থানে রাস্তায় পারাপার হওয়া এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটির রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে সবাই ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজুয়ান হোসেন ও ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
নওগাঁর পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, রেজুয়ান ও ফরহাদ হোসেনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতে তাদের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর রাকিব হাসানের অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে; স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।