দেশব্যাপী মহানগরে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন। ছবি : এনটিভি
বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে সারা দেশে সব মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ শনিবার (১১ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে মানববন্ধনে অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।
মানববন্ধনে বলা হয়, ‘আগামী শনিবার (১৮ মার্চ) সারা দেশে সব মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।’