দুলাভাইকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে শ্যালক কারাগারে

মো. রনি (৩৫) নামে এক ব্যক্তি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার নম্বরে গতকাল মঙ্গলবার রাতে কল দেন। রাত ১০টায় তিনি মুঠোফোনে পুলিশকে জানান, আবদুল কাদের (৪৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীর মোটরসাইকেলের সিট কাভারের নিচে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে।
রনির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উত্তরার ৯ নম্বর সেক্টরের জনপথ রোডে অভিযান চালায়। তখন কাদেরের ওই মোটরসাইকেলের সিট কভারের নিচ থেকে ৯০টি ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু, কাদের এসব বিষয়ে কিছু জানেন না বলে পুলিশকে জানান। সিটের লক ভাঙা দেখে সন্দেহ শুরু হয় পুলিশের।
আজ বুধবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘রনি পুলিশের সোর্স পরিচয়ে থানায় কল দেন।’
মোহাম্মদ মহসিন বলেন, ‘ইয়াবা উদ্ধারের পর রনিকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় তিনি নিজেকে আবদুল কাদেরের শ্যালক পরিচয় দেন এবং জানান, তাঁর বোনের সঙ্গে কাদেরের পরিবারিক সমস্যা চলছে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রনি স্বীকার করেন, দুলাভাই আবদুল কাদেরকে ফাঁসাতে তিনি নিজেই এসব ইয়াবা মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখেন।’
মোহাম্মদ মহসিন আরও বলেন, ‘রনি দুলাভাইকে শিক্ষা দিতে এ পরিকল্পনা করেছিলেন। রনির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় রনিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছি। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।’