দিনাজপুরে তাপমাত্রা ৪০.২, খেটে খাওয়া মানুষ বিপাকে
দিনাজপুর জেলায় গত কয়েক দিন ধরে প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে। আজ বুধবার (১০ মে) জেলায় বিকেল ৩টায় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে ৪০ এর মধ্যে তাপ মাত্রা বিরাজ করছে।
ভ্যাপসা গরম আর প্রচণ্ড তাপদাহের কারণে খেটে খাওয়া মানুষ কাজ-কর্ম করতে পারছে না। আর ভ্যাপসা গরম বিরাজ করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
দিনের মতো রাতেও প্রচণ্ড গরম। বিশেষ করে রিকশাচালক, দিনমুজুরসহ নিম্ন আয়ের মানুষ প্রচণ্ড গরমে হাপিয়ে উঠছে। গরম থেকে বাঁচতে এবং একটু প্রশান্তির জন্য গাছের ছায়ায় আশ্রয় নিতে হচ্ছে খেটে খাওয়া এসব মানুষকে। বিভিন্ন রকম সরবত খেয়ে ক্লান্তি দূর করার চেষ্টাও করছেন অনেকেই।
কাঠফাঁটা প্রচণ্ড রোদে পশুপাখিরা গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে। এই গরমে পুকুরের পানিতে নেমে স্বস্তি পেতে চেষ্টা করছে শিশু ছেলেমেয়েরা।
জেলার হাসপাতালগুলোতে গরমজনিত ডায়রিয়া, বমি ও হিটস্ট্রোকজনিত রোগীর সংখ্যা বাড়ছে।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. বোরহান-উল-ইসলাম সিদ্দিকী জানান, গরমে ডায়ারিয়ার প্রকোপ বেডেছে। শিশু ও বয়স্ক মানুষদের গরম লাগানো যাবে না। তাপদাহ না যাওয়া পর্যন্ত বাডিতেই থাকার পরামর্শ দেন তিনি।
এই তাপদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন, দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ গোলাম রাব্বানী। তিনি বলেন, বৃষ্টি হলে তাপদাহ কমে আসবে।