তৃণমূল আমার প্রাণ, সময় এসেছে তৃণমূলকে সম্মানিত করার : মাশরাফি

সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘তৃণমূল আমার প্রাণ। আমার মনে হয় এখন সময় এসেছে তৃণমূলকে সম্মানিত করার। তৃণমূলে এমনও নেতা আছেন যারা দলকে পরিচালনা করেছেন দিনের পর দিন না খেয়ে।’
আজ মঙ্গলবার নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন মাশরাফি। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এমপি মাশরাফি বলেন, ‘আশা করব নড়াইলকে সমৃদ্ধ করতে সহযোগিতা করবেন। আশা করব মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন, তাঁর হাতকে শক্ত করার জন্য যা করার তাই করবেন।’
মাশরাফি আরো বলেন, ‘আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। কেউ যদি তাঁর কথার বাইরে যায় তাহলে তাকে সবাই প্রত্যাখ্যান করবেন। শেখ হাসিনার হাত ধরেই দেশ সমৃদ্ধ এবং উন্নত হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি প্রমুখ।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য।
দ্বিতীয় অধিবেশন শেষে সুবাস চন্দ্র বোসকে সভাপতি এবং নিজামউদ্দিন খান নিলুকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।