তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না : ডা. জাহিদ হোসেন
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।
সৈয়দপুরে জেলা বিএনপির সম্মেলন ঘিরে সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন আজ বুধবার এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশে কোনো জবাবদিহিতা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সরকারের নানা কর্মকাণ্ডে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, এ কারণে বিএনপির প্রতি আস্থা বেড়েছে জনগণের।’
ডা. জাহিদ হোসেন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না, এমনকি দিনের ভোট রাতে নেওয়ারও দিন শেষ হয়ে গেছে। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ সকল অন্যায়ের বিচার চাই।’
সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব শাহিন আকতার। সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বক্তব্য দেন এতে।
সভায় জানানো হয় আগামী ৩১ ডিসেম্বর সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে এর আগে ২৪ ডিসেম্বর কিশোরগঞ্জ উপজেলা এবং ২২ ডিসেম্বর সৈয়দপুর পৌর ও উপজেলা সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে।