ডেমরায় দুই শিশু হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড

রাজধানীর ডেমরায় দুই শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার অভিযোগে করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সাজা পাওয়া দুজন হলেন গোলাম মোস্তফা ও তাঁর চাচাতো ভাই আজিজুল বাওয়ানী।
আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৭ জানুয়ারি ডেমরার একটি বাসায় খাটের নিচ থেকে শিশু নুশরাত ও দোলার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানীকে গ্রেপ্তার করে পুলিশ।
৯ জানুয়ারি ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বলা হয়, লিপস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার কথা বলে শিশু নুশরাত ও দোলাকে নিজেদের ঘরে ডেকে নেন প্রতিবেশী গোলাম মোস্তফা ও তাঁর চাচাতো ভাই আজিজুল বাওয়ানী। তাঁরা দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন, একপর্যায়ে শিশু দোলাকে গলা টিপে হত্যা করেন। এরপর নুশরাতকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে শিশু দুটির লাশ ঘরের খাটের নিচে রাখা হয়।