ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

ঠাকুরগাঁও শহরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে গাছ। ছবি : এনটিভি
ঠাকুরগাঁওয়ে আকস্মিক কালবৈশাখী ঝড়ে কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। ঝড়ের তাণ্ডবে নষ্ট হয়ে গেছে পাকা ধান, ভুট্টা, আম, লিচুসহ বিভিন্ন ফল ও ফসল। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঝড় বয়ে যায়।
সদর উপজেলার আকচা, নারগুন, বেগুনবাড়ি, ফাঁড়াবাড়ি, ইয়াকুবপুর, সালন্দরসহ ২৫টি এলাকার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। ঝড়ে কাঁচা বাড়িসহ বড় বড় গাছপালা উপড়ে পড়ে যায়। বেশ কয়েকটি স্থানে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়। এ ছাড়া বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কৃষি বিভাগ বলছে, কালবৈশাখী ঝড়ে পাকা ধান, ভুট্টা মাটিতে লুটিয়ে গেছে। এ ছাড়া আম, লিচু, কলাসহ বিভিন্ন ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে, এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। নিরূপণ কার্যক্রম চলছে।
সংশ্লিষ্ট সংবাদ: কালবৈশাখী ঝড়
৩০ এপ্রিল ২০২২
৩০ এপ্রিল ২০২২
৩০ এপ্রিল ২০২২
২৭ এপ্রিল ২০২২