টেকনাফে ১০ কোটি টাকা মূল্যের মাদক আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াখালীপাড়া থেকে আজ মঙ্গলবার ক্রিস্টাল মেথ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি: এনটিভি
কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াখালীপাড়া থেকে ১০ কোটি টাকার বেশি মূল্যের দুই কেজি ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোর রাতে মেরিনড্রাইভের পাশের সৈকতে ঝাউ বাগান থেকে এই মাদক উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
টেকনাফ বিজিবি ২নং ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, আজ ভোর রাতে মাদকের চালান পাচারের খবরে মেরিনড্রাইভের পাশের সৈকতে ঝাউ বাগানে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় ঝাউ বাগানে তল্লাশি চালিয়ে দুইটি প্যাকেটের ভেতর থেকে দুই কেজি ৬৪ গ্রাম ওজনের আইস পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা। উদ্ধার ক্রিস্টাল মেথ বা আইস বিজিবির সদর দপ্তরে রাখা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে।
সংশ্লিষ্ট সংবাদ: মাদক
২৬ মার্চ ২০২২
১৪ মার্চ ২০২২
০৪ মার্চ ২০২২
০৩ মার্চ ২০২২
২২ ফেব্রুয়ারি ২০২২