টিসিজেএ সভাপতি এনামের মায়ের মৃত্যু, সাংবাদিক নেতৃবৃন্দের শোক প্রকাশ

টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সভাপতি ও এনটিভির ক্যামেরাপারসন এনামুল হকের মা শামসুন নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন।
শামসুন নাহারের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের বদলবাড়ী জামে মসজিদের পাশে পশ্চিম ধলই স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।

এদিকে মরহুমা শামসুন নাহারের মৃত্যুতে টিসিজেএর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে। টিসিজেএর প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম চৌধুরীর পাঠানো এক শোকবার্তায় জানানো হয়, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক লতিফা আনসারী লুনা, টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ আলী আকবর, সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজীব মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে রোববার দাফন শেষে টিসিজেএর পক্ষে মরহুমা শামসুন নাহারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী, টিসিজেএর সাবেক সভাপতি শফিক আহমেদ সাজীব ও গাউসিয়া কমিটি নেতা সাদেক হোসেন পাপ্পু। এ সময় উপস্থিত ছিলেন টিসিজেএর সাধারণ সম্পাদক দীপংকর দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম চৌধুরী প্রমুখ।