ঝিনাইদহে জাল টাকাসহ ২ ভুয়া সাংবাদিক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে জাল টাকাসহ ভুয়া দুই সাংবাদিককে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সীমান্তের শ্রীনাথপুর বিওপির শরিয়াঘাট বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ভুয়া দুই সাংবাদিক হলেন ঝিনাইদহ সদর উপজেলার টিকারী নতুন পাড়ার মো. সাইদ খান ও মাগুরা জেলার শতিজাতপুর গ্রামের মো. মেহেদী হাসান।
ভুয়া দুই সাংবাদিককে আটকের সময় জব্দ করা হয়েছে ২২ হাজার ৫০০ জাল টাকা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসেট। এ খবর নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তাসলিম মো. তারেক।
বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিজিবিকে ধোকা দেওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু সন্দেহজনক আচরণে ধরা পড়ে যান তারা। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ভুয়া পরিচয়পত্র দেখান তারা। এতে বেরিয়ে আসে তারা ভুয়া সাংবাদিক।
পরে এই দুই ভুয়া সাংবাদিককে মহেশপুর থানায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।