জয়ের জন্যই আমরা নির্বাচনে অংশ নিয়েছি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জয়ের জন্যই আমরা নির্বাচনে অংশ নিয়েছি, পরাজয়ের জন্য যাইনি।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। ইভিএমের কারিগরী ত্রুটি নিয়ে ওই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
ইভিএমের কারিগরি ত্রুটি নিয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদের সেমিনারে বক্তারা অভিযোগ করেন, নীরবে কারচুপির জন্য সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে।
২০১৪ সালের আন্দোলনের ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি বিএনপি এমন মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘হঠকারি কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো অপরিকল্পিত আন্দোলনে যাবে না বিএনপি।’ তিনি আরও বলেন, ‘বড় আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করতে এ নির্বাচনে গেছে বিএনপি।’
মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা সিটি নির্বাচনে অনেক বেশি মানুষ মিছিলে অংশগ্রহণ করছে। কারণ তারা একটি পরিবেশ পাচ্ছে, যে পরিবেশে তারা কাজটি করতে চায়। আর এটাকে যদি সংহত করতে পারি, তাদেরকে যদি আন্দোলনের দিকে নিয়ে যেতে পারি নিশ্চয়ই আমরা সফল হবো। জনগণকে যদি একত্রিত করতে পারি তাহলে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে আমরা এ নির্বাচনে জয়ী হতে পারব ইনশাআল্লাহ। জয়ের জন্যই আমরা নির্বাচনে গিয়েছি, পরাজয়ের জন্য যাইনি।’
অন্য এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপির পক্ষে গণজোয়ার দেখে নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে ক্ষমতাসীন দল।’
ড. মোশাররফ বলেন, ‘পোস্টারে সরকারি দলের প্রার্থীরা ঢাকা শহর দখল করেছে। কিন্তু আমাদের প্রার্থীরা যখন যেখানে জনসংযোগ করতে যাচ্ছে, তা আর জনসংযোগ থাকছে না, তা বিশাল মিছিলে পরিণত হয়েছে। আমরা দেখেছি ধানের শীষের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে। যদি জনগণ ভোট দিতে পারে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে।’
তিনি আরও বলেন, ‘নানাভাবে বাধাগ্রস্ত করছে যাতে জনগণ ভোট দিতে না পারে।’