ছাত্রলীগের সাবেক নেতা ফারমিন মৌলি সড়ক দুর্ঘটনায় নিহত

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ফারমিন মৌলি আজ মঙ্গলবার বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ফারমিন মৌলি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মৌলি নিহত হন।
রাতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক যুবায়ের আহমেদ বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
ছাত্রলীগ নেতা জানান, মৌলি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকও ছিলেন।
ফারমিন মৌলি পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের মেয়ে।